বিনা খরচে চিকিৎসা দিতে হাসপাতাল বানাচ্ছেন গায়িকা

  • আপডেট টাইম : May 06 2021, 22:23
  • 803 বার পঠিত
বিনা খরচে চিকিৎসা দিতে হাসপাতাল বানাচ্ছেন গায়িকা

দেশ বিনোদন ডেক্স।।
বিনা খরচে চিকিৎসা দিতে হাসপাতাল বানাচ্ছেন গায়িকা
করোনার ভয়াল থাবায় বিপর্যস্ত ভারতে কেবল অভিনেতা সোনু সুদ নন, একের পর এক তারকা এগিয়ে আসছেন। অক্সিজেনের ব্যবস্থা, শয্যার বন্দোবস্ত, চিকিৎসার খরচ বহন- সরকারের সাহায্য ছাড়াই নিজেদের মতো যে যা পারছেন করছেন।

কিছু দিন আগে হিন্দি ধারাবাহিকের পরিচিত মুখ গুরমিত চৌধুরি জানিয়েছিলেন, তিনি সাধারণ মানুষের জন্য পটনা ও লখনউ শহরে হাসপাতাল তৈরি করবেন। এবার সে রকম কাজে হাত দিলেন বলিউডের গায়িকা পলক মুচ্ছাল। টুইট করে সে খবর দিলেন নেটাগরিকদের।
‘মেরি আশিকি’ গায়িকা লিখলেন, ‘আমার স্বপ্নের দিকে বড় পা রাখলাম আজ। তাই আপনাদের সকলের আশীর্বাদ চাই।’ তার স্বপ্ন ছিল দেশের দুস্থদের জন্য নিজের খরচে হাসপাতাল বানাবেন। আর এই অতিমারি পরিস্থিতিতে হাসপাতালের প্রয়োজন যে সব থেকে বেশি, তা কে না জানে। তাই আর দেরি করলেন না শুভ কাজে। তার পোস্ট থেকে জানা গেল, হাসপাতালের নির্মাণকাজ শুরু হয়ে গেছে। এই হাসপাতালে বিনা খরচে চিকিৎসা করানো হবে গরিব মানুষদের।

এর আগেও তিনি একাধিক শিশুর চিকিৎসার জন্য টাকা দিয়েছিলেন। তার বিভিন্ন গানের অনুষ্ঠান থেকে যা সংগ্রহ করেছেন, সে টাকাই তিনি দেশের ও দশের সেবার কাজে লাগান। সূত্র: আনন্দবাজার

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
0Shares