সিলেট সংবাদদাতা।।
সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। এ পর্যন্ত এ রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩৬২জন এবং করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন ১৯ হাজার ৭৮৬ জন। গতকাল বৃহস্পতিবার সকালে সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া ও পরিসংখ্যানবিদ মতিউর রহমান স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদ্প্তরের বুলেটিনে আরও বলা হয়, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ৬৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এসময় মারা গেছেন ২ জন, হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ জন এবং করোনামুক্ত হয়েছেন ১০৯ জন। করোনা আক্রান্তের সংখ্যা কমে আসলেও সিলেট বিভাগে কোনোভাবেই থামছে না মৃত্যুর সংখ্যা। গড়ে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃতের তালিকা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট বিভাগে নতুন শনাক্ত ৬৯ জনের মধ্যে সিলেট জেলার ৪০ জন, ওসমানী হাসপাতালের ৯ জন, সুনামগঞ্জ জেলায় ৪ জন, হবিগঞ্জ জেলায় ৬ জন ও মৌলভীবাজার জেলায় ১০ জন ।
এই ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ২ জনই সিলেট জেলার। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৩৬২ জন। এর মধ্যে সিলেট জেলার ২৮৯ জন, সুনামগঞ্জের ২৭ জন, হবিগঞ্জের ১৮ জন এবং মৌলভীবাজারের রয়েছেন ২৮ জন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের মধ্যে সিলেট জেলার ৯ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চার জেলায় বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২২৭ জন। এর মধ্যে সিলেট জেলার ২১৩ জন, সুনামগঞ্জ জেলার ২ জন, হবিগঞ্জ জেলায় ১০ জন ও মৌলভীবাজার জেলায় ২জন।
গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত করোনা মুক্ত ১০৯ জনের মধ্যে সিলেট জেলার ৯৫ জন, সুনামগঞ্জ ৪ জন ও মৌলভীবাজার জেলায় ১০ জন। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা শনাক্ত রোগীর সংখ্যা হচ্ছে ২১ হাজার ৩ জন। এর মধ্যে সিলেট জেলার ১৩ হাজার ৫১৫ জন, সুনামগঞ্জ জেলার ২ হাজার ৭৪৯ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৩৯৬ জন ও মৌলভীবাজার জেলায় ২ হাজার ৩৪৩ জন। অন্যদিকে, সিলেট বিভাগে করোনা মুক্ত হয়েছেন ১৯ হাজার ৭৮৬ জন। এর মধ্যে সিলেট জেলার ১৩ হাজার ৭ জন, সুনামগঞ্জ জেলার ২ হাজার ৬৫২ জন, হবিগঞ্জ জেলায় ১ হাজার ৮৩৬ জন ও মৌলভীবাজার জেলায় ২ হাজার ২০১ জন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম বলেন, করোনার সংক্রমণ ও মৃত্যুর হার কয়েক দিন ধরে একই ধারাবাহিকতায় আছে। তবে সংক্রমণ শনাক্তের পাশাপাশি সুস্থতার সংখ্যা বাড়ছে। সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।