ভারতে একদিনে আরও ৩৬৮৯ জনের মৃত্যু

  • আপডেট টাইম : May 07 2021, 09:47
  • 601 বার পঠিত
ভারতে একদিনে আরও ৩৬৮৯ জনের মৃত্যু

চ্যানেল বি ডেস্ক।।


 করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে ভয়াবহভাবে বেড়েই চলেছে দৈনিক মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৩ হাজার ৬৮৯ জন। মহামারি শুরুর পর শনিবার দেশটিতে প্রথমবারের মতো দৈনিক সংক্রমণ চার লাখ ছাড়ালেও রোববারের পরিসংখ্যানে তা কিছুটা কমে এসেছে।

রোববার (২ মে) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ লাখ ৯২ হাজার ৪৮৮ জন। যা শনিবার তুলনায় প্রায় ১০ হাজার কম। সর্বশেষ এই সংখ্যা নিয়ে মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৯৫ লাখ ৫৭ হাজার ৪৫৭ জনে।

টানা পাঁচদিন ধরে ভারতে দৈনিক মৃত্যু তিন হাজারের ওপরেই রয়েছে। প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৬৮৯ জন। মহামারি শুরুর পর থেকে দৈনিক মৃত্যুর দিক দিয়ে যা সর্বোচ্চ। এতে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৫ হাজার ৫৪২ জনে।


ভাইরাসে আক্রান্ত বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভারতে ব্যাপক হারে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সক্রিয় রোগী বেড়েছে প্রায় ৮০ হাজার। এর ফলে সেখানে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩৩ লাখ ৫০ হাজার।
বিপুল সংখ্যক এই সক্রিয় রোগীর চিকিৎসা সেবা নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে ভারত।
0Shares
এই ক্যাটাগরীর আরো খবর
May 2021
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
0Shares