দেশ প্রতিবেক :: সিলেট নগরীর দক্ষিণ সুরমা থানাধীন কদমতলি এলাকার একটি আবাসিক হোটেল থেকে দুই যুবক ও দুই যুবতীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে থানাপুলিশ। শুক্রবার দিবাগত (২২ মে) রাত ১টার দিকে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় কদমতলির মেঘনা আবাসিক হোটেল থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।
পরে শনিবার আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত (২২ মে) রাত ১টার দিকে নগরীর দক্ষিণ সুরমা থানাধীন কদমতলি এলাকার মুক্তিযোদ্ধা চত্বরস্থ মেঘনা আবাসিক হোটেলে আকস্মিক অভিযান চালায় থানার একদল পুলিশ। এসময় ওই হোটেলের ৩য় তলার ১১৯ নম্বর রুমের ভিতরে অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিলেন ২ যুবক ও ২ যুবতী। অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছেন- সিলেট জেলার গোলাপগঞ্জ থানার খালিজুরি এলাকার আব্দুল মালিকের ছেলে মো. সাইফুল আলম (৩৭), একই এলাকার আলকাছ আলী আলখনের ছেলে আলী আহমদ (৩২), সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার উত্তর গাফনা গ্রামের মো. আমির আলীর মেয়ে মোছা. কাজল বিবি (৩৮) ও ছাতক থানার দোয়ারাবাজার পুরানপাড়া গ্রামের মো. সাজু মিয়ার মেয়ে মোছা. মনি বেগম (১৮)।
গ্রেফতারকৃতদের রাতে থানাহাজতে রাখার পর শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।